মুরাদ হোসেন,যশোর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
যশোর সদর উপজেলার বসুন্দিয়ার মালোপাড়ায় রবিবার ১৪ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় রাইটস যশোর এর আয়োজনে ‘মুক্তি সাউথ এশিয়া’ প্রকল্পের আওতায় জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বসুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আলোচনা ও কুইজ প্রতিযোগিতার বিষয় হিসাবে রাখা হয় শিশু পাচার, বাল্যবিবাহ, নিরাপদ অভিবাসন সহ অনলাইন প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন।
প্রধান অতিথি তার আলোচনায় এ সকল বিষয়ে করণীয় ও সচেতনতার জন্য বিভিন্ন চিত্র ও উদাহরণ তুলে ধরেন। উপস্থিত শতাধিক কিশোরী ও নারীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে চারজন বিজয়ী কে পুরস্কৃত করা হয়।
ইউএস স্টেট ডিপার্টমেন্ট এর অর্থায়নে ও একপাট লক্সোমবার্গ এর সহযোগিতায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাইটস যশোর’র কাউন্সিলর তানিয়া হাসান, বসুন্দিয়া ইউনিয়ন নারী উদ্যোক্তা, সমাজকর্মী রাইটস যশোরের বসুন্দিয়া ইউনিয়ন কর্মী ফারজানা আফরোজ রিতা, বসুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষিকা ফাতেমা খাতুন, বসুন্দিয়া মালোপাড়ার সমাজসেবক চন্ডীদাস।