admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৩ ১১:০২ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় জেলা পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কসরিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে বগুড়ার আলহাজ্ব মমতাজ উদ্দিন স্টেডিয়ামে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ও জেলা শিক্ষা অফিস এর আয়োজিত উক্ত খেলার শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম খেলার উদ্বোধন করেন। জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী’র সাভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুূদ রানা প্রমূখ।