admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৩ ৬:৫২ পূর্বাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ অনুমোদনকৃত কমিটির নেতৃবৃন্দ স্বাধীনতার ঘোষক সফল রাষ্ট্র নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
১০ (অক্টোবর) মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার সময় কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী সহ বগুড়া জেলা বিএনপির সভাপতি বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সহসভাপতি একে এম আহসান উল তৈয়ব জাকি, এম আর ইসলাম স্বাধীন।
এছাড়াও মোরশেদ মিল্টন, আব্দুল মোহিত তালুকদার, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সাবেক এমপি,সাংগঠনিক সম্পাদক শহীদ উল নবি সালাম,খারুল বাশার,জাহিদুল ইসলাম হেলাল, উপদেষ্টা মন্ডলের সদস্য হেলাউজ্জামান তালুকদার লালু গোলাম মোহাম্মদ সিরাজ সাবেক এমপি, কাজী রফিকুল ইসলাম রফিক সাবেক এমপিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।