মিরু হাসান || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ
বগুড়া গাবতলী উপজেলার বালিয়া দিঘী ইউনিয়নের কলাকোপা গ্রামের অসহায় দরিদ্র গত ২৫ অক্টোবর দুপুরে মহিলা গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে মাঠে যায়। একই গ্রামের মো: শাহিন আলম (২৮), ওই মহিলাকে কূ-নজরে দেখতে থাকে ও যৌন-নিপীড়ন করার অপরাধ ঘটায়।
এই ঘটনায় মহিলা বাদী হয়ে গাবতলী থানায় মামলা দায়ের করে, মামলা নং-১৯, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারা। বাগবাড়ি ফাঁড়ীর পুলিশ শাহিন আলমকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি হল কলাকোপা গ্রামের শহিদুল প্রামানিকের পুত্র শাহিন আলমকে মঙ্গলবার রাতে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী বর্তমানে থানা হাজতে রয়েছে। হায়রে মরার, চুলকানী, চুলকাইতে, চুলকাইতে, শাহিনের নোখের ক্ষয় যাবে এখন তিন কানী।