মিরু হাসান || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৫ ৭:৫৮ পূর্বাহ্ণ
রবিবার সকাল ১১ টায় বগুড়া গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামের মোছা: নাসিমা আক্তার (৪৫), স্বামী মোঃ মুক্তার হোসেন, (মাদক ব্যবসায়ী) স্থানীয় আঞ্জু মেম্বারের ভাতিজার বাড়িতে কুমিল্লা জেলা থেকে এসে বেশকয়েক দিন ধরে অবস্থান নিয়েছেন। আজ সকালে ককটেল তৈরির সময় ককটেল বিস্ফোরণ হয়।
এই ঘটনায় আহত হয়েছে, আতাউর রহমান সেলিম (৩৫), পিতা বাদশা মিয়া, গ্রাম রামপ্রসাদের চর, উপজেলা-মেঘনা, জেলা কুমিল্লা গুরুতর আহত হয়। পরে স্থানীয় জনগণ ও স্থানীয় প্রশাসন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।
গোপন সূত্র জানা যায়, উপজেলার নশিপুর ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের ডাকাত দলের সদস্য এক সহযোগিতায় বিস্ফোরক তৈরির করার জন্য ৩ থেকে ৪ জন ব্যক্তি কুমিল্লা থেকে এসে স্থানীয় মাদক কারবারী ও চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত মুক্তার হোসেনের বাড়ীতে বেশ কয়েকদিন ধরে অবস্থান করেন। আজ তারইধারাবাহিকতায় তারা ককটেল তৈরি করে একটি বিস্ফোরিত হয়।
অভিযুক্ত আতাউর রহমান সেলিম গুরুতর আহত হলে, স্থানীয় প্রশাসন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আরো ২ থেকে ৩ জন পুলিশ দেখে ঘটনার স্থল থেকে দ্রুত পালিয়ে যায় বলে, জানা যায়।