admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জুন, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টার: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বগুড়া রেলওয়ে কলোনি এলাকায় সেনাবাহিনীর একটি সফল অভিযান পরিচালিত হয়েছে। বগুড়া সদর সেনা ক্যাম্প থেকে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মো. সিয়াম হোসেন নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
জানা গেছে, আটককৃত সিয়াম হোসেন হত্যা ও ডাকাতিসহ চারটি গুরুত্বপূর্ণ মামলায় অভিযুক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযানের সময় সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে সেনাসদস্যরা কৌশলে তাকে আটক করতে সক্ষম হন।
পরে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর এই দ্রুত ও কার্যকর অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।