মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বগুড়া জেলায়১৫ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ পরিবারদের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। ১৫ জন শহীদ পরিবারকে জেলা পরিষদের তহবিল থেকে দুই লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেয়া হয়।
চেক প্রাপ্ত পরিবারের শহীদ ব্যক্তিরা হলেন- মনিরুল ইসলাম, আব্দুল মান্নান, সিয়াম শুভ, কমর উদ্দিন খাঁ, আবু রায়হান, শাকিল হাসান, সোহেল রানা, জিল্লুর সরদার, আব্দুল আহাদ সৈকত, রহমত মিয়া, সেলিম হোসেন, রনি, সাব্বির হাসান, মাহফুজ, জুনাইদ ইসলাম রাতুল। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের প্রতি আমরা চিরঋণী। তাঁদের আত্মত্যাগের ফলেই আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ।
এ রক্তঝরা ইতিহাস জাতির স্মৃতিতে যুগ যুগ ধরে মাইলফলক হিসেবে গেঁথে থাকবে। নিহত পরিবারের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। তাঁদের পরিবারগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা এবং যথাযথ সম্মান প্রদানের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান সহ শহীদ পরিবারের সদস্যরা।