admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ৮:০৭ পূর্বাহ্ণ
শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর (রোববার) সকালে বগুড়ার মমতাজ উদ্দিন স্টেডিয়ামে জাতীয় সংগীত, জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা শিরিন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাসুদুর রহমান মিলন, জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি সুলতান মাহমুদ খান রনি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১২টি উপজেলার সকহারী শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, শারিরীক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।উদ্বোধনী ম্যাচে অংশ,গ্রহণ করেন শেরপুর উপজেলা ফুটবল দল বনাম শিবগঞ্জ উপজেলা ফুটবল দল।