মিরু হাসান || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ণ
বগুড়া শহরের কৈপাড়া এলাকায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম আরিফা (২০)। তিনি কাহালু উপজেলার মুড়াইল গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে।
অভিযুক্ত স্বামী রিয়াজুল (২১) বগুড়ার নশিপুর ইউনিয়নের বাঘবাড়ি গ্রামের জাহিদুলের ছেলে। প্রায় এক মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আরিফা ও রিয়াজুল বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা বগুড়া শহরের কৈপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় স্বামী–স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে আরিফা গুরুতর আহত অবস্থায় মারা যান। ঘটনার পরপরই স্থানীয়রা সন্দেহভাজন হিসেবে স্বামী রিয়াজুলকে অবরুদ্ধ করে রাখে এবং পুলিশে খবর দেয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বসির বলেন, এটি হত্যা কিনা, নাকি অন্য কোনো কারণে মৃত্যুতা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং স্বামীর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলছে।