মিরু হাসান || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫ ৯:৪৭ পূর্বাহ্ণ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাটির দেওয়াল ধ্বসে মো. কিবরিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (৩ আগস্ট) সকালে উপজেলার ফুলতলা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিবরিয়া রাজশাহী শহরের বুধপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে ফুলতলা পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় একা থাকতেন এবং ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন।
অন্যদিকে, জেলার ধুনট উপজেলায় রাস্তা পারাপারের সময় চলন্ত ট্রাকের ধাক্কায় তুবা খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (৩ আগস্ট) সকাল ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তুবা খাতুন ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম গ্রামের বাসিন্দা শাহ আলমের মেয়ে।
জানা গেছে, শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তুবা বাড়ির সামনের ধুনট-সোনাহাটা পাকা সড়ক পার হওয়ার সময় একটি চলন্ত ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
জানা গেছে, রাত থেকে টানা ভারী বৃষ্টি হচ্ছিল। সকালে বৃষ্টির তীব্রতা আরও বাড়ে। এতে বসতঘরের পুরোনো মাটির দেওয়াল ধসে পড়ে ঘুমন্ত কিবরিয়ার ওপর। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা কিবরিয়াকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।