admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় গুলি ও বিদেশী পিস্তলসহ কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তার ব্যক্তির নাম মো: রায়হান। তিনি ওই এলাকার আব্দুর রহমানের ছেলে এবং আশেকপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক।
এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম। পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে আশেকপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার বাড়ি থেকে একটি গুলি ও ম্যাগজিনবিহীন বিদেশী পিস্তল উদ্ধার করা হয়৷
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যাক্তির বিরুদ্ধে পূর্বের আরো কোন মামলা আছে কি-না তা যাচাই করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে।