admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২১ ৯:২৩ পূর্বাহ্ণ
জোমাক্রস এমবিএ, ফিলিপাইনস স্টাফ রিপোর্টারঃ ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ। ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে যারা অন্য দেশের নাগরিক, কিন্তু যুক্তরাষ্ট্রে থাকেন, তাদের জন্যও একই নিয়ম প্রযোজ্য বলে জানানো হয়েছে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতের মুখপাত্র হ্যারি রোকের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মহামারি করোনাভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ফিলিপাইন সরকার। আগামী ৩ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। প্রেসিডেন্টের মুখপাত্র হ্যারি রোক বলেন, আগামী ৩ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং ১৫ জানুয়ারি পর্যন্ত তা অব্যাহত থাকবে। এ ছাড়া ফিলিপাইনে আসার ১৪ দিনের মধ্যে যারা আবার যুক্তরাষ্ট্রে গেছেন, তারাও এটির আওতায় থাকবেন।
এর আগে গত মঙ্গলবার মার্কিন পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে ম্যানিলা। এ ছাড়া আরো ১৮টি দেশও এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। গত ২৯ ডিসেম্বর রাত থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।