admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ মে, ২০২২ ৯:২৪ অপরাহ্ণ
সনতচক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মে) বোয়ালমারী স্টেডিয়ামে বিকেল চারটায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় বোয়ালমারী পৌরসভা একাদশকে ট্রাইবেকারে ০-২ গোলে পরাজিত করেছে ময়না ইউনিয়ন পরিষদ একাদশ।
খেলার নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে না পারায় ট্রাইবেকারে জয়-পরাজয়ের নিস্পত্তি ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।এর আগে বৃহস্পতিবার সকালে বোয়ালমারী জর্জ একাডেমির খেলার মাঠে ১১ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।