admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৪৫ অপরাহ্ণ
প্রাণঘাতি ভাইরাস করোনা এ পর্যন্ত প্রাণ কেড়ে নিলো ২৭০১ জনের। আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০ হাজার ১৫০ জনে। বিশ্বের প্রায় ৩৭ টি দেশ ও অঞ্চলের ছড়িয়ে পড়েছে এই জীবনঘাতি ভাইরাস। তবে মৃতের সংখ্যা উৎপত্তি স্থল চীনেই বেশি। এদিকে চীনের মূল ভূখন্ডে নতুন করে আরও ৫শ আটজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবার করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তারপর এশিয়ার বেশ কিছু দেশ, মধ্যপ্রাচ্য এবং ইউরোপেও এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। ভাইরাসটিতে জাপানের বিভিন্ন স্থানে ৫, ইতালিতে ৭, হংকংয়ে ২, তাইওয়ানে একজন, ফ্রান্সে একজন এবং ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৪৬৯ জন।
মধ্যপ্রাচ্য ইরানের পবিত্র শহর হিসেবে পরিচিত কোমে শহরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অর্ধশত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, খবরটি আন্তর্জাতিক গনমাধ্যমে প্রাকাশ করতে দেখা যায়। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান লেবার নিউজ এজেন্সির (ইলনা) বরাত দিয়ে মার্কিন সংবাদ সংস্থা এপি ও দৈনিক ওয়াশিংটন পোস্ট এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। অন্যদিকে, আক্রান্তের সংখ্যা বাড়ার আতঙ্কে প্রতিবেশী তিন দেশ-আফগানিস্তান, পাকিস্তান এবং তুরস্ক ইরানের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে।