মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি:পার্বতীপুরে প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে সমাজসেবার সেমিনার দিনাজপুরের পার্বতীপুরে ২৬ মে সকাল ১১টা ১০ মিনিটে উপজেলা সন্মেলন কক্ষে সমাজসেবার উদ্যোগে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবমান উন্নয়নের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, পার্বতীপুর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে প্রকল্প (২য় ফেইজ)এর আওতায় বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জনজীবনে মান উন্নয়ন সভায় উপজেলার ৩৫ জন বিভিন্ন পেশার মানুষকে নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সমাজ সেবা অধিদপ্তর আগারগাঁও সমাজ সেবা অফিসার নাফিজ শরীফ। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, পার্বতীপুর উপজেলা সমাজ সেবা অফিসার তাপস কুমার রায়। উক্ত অনুষ্ঠানে বক্তৃতারা জানান, এ দেশের ৫৭ লাখ প্রান্তিক জনগোষ্ঠি মানুষের মধ্যে বেদ, তাঁতী, জেলে, কামার, কুমার, সম্প্রদায় হতদরিদ্র মানুষ বেশী। সে কারণে এ জনগোষ্ঠিকে দারিদ্রসীমা থেকে বের করাই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য হিসাবে সারা দেশে কাজ করছে।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন এনজিও কর্মকর্তা, উপজেলার কৃষি অফিসার, জণস্বাস্থ্য প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা, এবং স্হায়ী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।