মোক্তারুজ্জামান মোক্তার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে প্রান্তিক কৃষকের মাঝে বীজ সার বিনামূল্যে বিতরণ করে আজ ৪ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্তরে এ আয়োজন করেছে। জানা গেছে, পার্বতীপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে করি মৌসুমে সরিষা, গম, সূর্যমুখী (ওপি) মুখী (হাইব্রিড) ও শীতকালীন পেঁয়াজের বীজ ও সার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার রাজিব হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন। কৃষি অফিসে তালিকা অনুযায়ী ১৮১০ জন প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদণা বিতরণের বিবরণী থেকে জানা গেছে। বিতরণী প্রণোদণাগুলোর মধ্যে সরিষা -১৫০০ জন,বীজ ১কজি,ডিএপি ১০ কেজি,এমওপি,১০ কেজি, গম- ২৫০ জন,২০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি,সৃ্র্যমুখী ওপি -১০ জন, ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, সূর্যমুখী হাইব্রিড – ৩০ জন,১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, শীতকালীন পেঁয়াজ – ২০ জন, ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি।
উক্ত বীজ ও সার বিতরণের সময় কৃষি কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিল। এছাড়াও স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।