admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ জানুয়ারি, ২০২২ ৮:৫৯ পূর্বাহ্ণ
পাকিস্তান ২৫ যুদ্ধবিমান কিনেছে, ভারতে জল্পনা-কল্পনা শুরু। সামরিক সক্ষমতা বাড়াতে চীন থেকে ২৫টি যুদ্ধবিমান কিনেছে পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ এই তথ্য জানিয়ে বলেছেন, আগামী মার্চে পাকিস্তান দিবস উদযাপনের সময় নতুন এই স্কোয়াড্রন প্রকাশ্যে আনা হবে। ইসলামাবাদের এই সিদ্ধান্তে ভারতের মধ্যে ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, ২৫টি চীনা মাল্টিরোল জে-১০সি যুদ্ধবিমানের একটি পূর্ণ স্কোয়াড্রন এরই মধ্যে পাকিস্তানে পৌঁছেছে।
আগামী বছরের ২৩ মার্চ পাকিস্তান দিবসের অনুষ্ঠানে এগুলো আনুষ্ঠানিক অন্তর্ভুক্তির ঘোষণা দেয়া হবে। গত বছরের পাকিস্তান-চীন যৌথ সেনা মহড়ার সময় বেইজিং তাতে জে ১০-সি যুদ্ধবিমান যুক্ত করেছিল। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ওই মহড়ার সময় পাকিস্তানের অস্ত্র বিশেষজ্ঞরা চীনের এই যুদ্ধবিমান কাছ থেকে দেখার সুযোগ পান। গত বছরের ৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া ২০ দিনব্যাপী ওই মহড়ায় চীন জে ১০-সি, জে ১১-বি, কেজি-৫০০ যুদ্ধবিমান নিয়ে যুক্ত হয়েছিল। অন্যদিকে পাকিস্তান যুক্ত হয়েছিল জেএফ-১৭ ও মিরাজ-৩ নিয়ে।
উল্লেখ্য, পাকিস্তানের সামরিক শক্তিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের বিশেষ একটি জায়গা রয়েছে। এটিকেই ভারতের রাফালের মূল প্রতিযোগী বলে ধারণা করা হয়। তবে ভারত ইদানীং রাফালকে নিয়ে আবারো নড়াচড়া করতে থাকায় বিকল্প হিসেবে পাকিস্তান জে-১০ সি কিনেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।এমনিতেই ভারতকে মোকাবেলায় চীন দীর্ঘদিন ধরেই তাদের মিত্র পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে।
বিশেষ করে অর্থনৈতিক ও সামরিকখাতে ইসলামাবাদের পাশে দাঁড়াচ্ছে বেইজিং। এরই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে এই সামরিক লেনদেন অনুষ্ঠিত হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, পাকিস্তানের এই জে-১০ সি যুদ্ধবিমান কেনা নিয়ে ভারতের গণমাধ্যমগুলোতে যে ধরনের জল্পনা-কল্পনা বা প্রচার শুরু হয়েছে, তার ছিঁটেফোটাও পাওয়া যায়নি পাকিস্তানের গণমাধ্যমগুলোতে।