কলকাতা থেকে,মনোয়ার ইমাম: আগামী ৬জুন পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক তার আগে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে শুরু হয়েছে পশুর হাট। এবং বিজেপি শাসিত রাজ্যের মধ্যে শুধু মাত্র ছাগল ও বগরি এবং মেষ বিক্রি হচ্ছে।
সেখানে গবাদী পশু হত্যা ও কোরবানি নিষিদ্ধ করা হয়েছে আগে থেকেই। কিন্তু পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় শুরু হয়েছে গবাদী পশু র হাট। এখানে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ ক্রয় ও বিক্রয় করতে আসছেন। এবং লাখ লাখ টাকা খরচ করে ঈদের জন্য ভালো মানের গবাদী পশু ক্রয় করে নিয়ে যাচ্ছে। কেউবা আবার ছাগল মেষ বগরী এবং খাসি নিয়ে যাচ্ছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবধরনের সহযোগিতা কামনা করেছেন। এবং শান্তিতে পবিত্র ঈদুল জোহা সকল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ করতে পারেন তার জন্য ইতিমধ্যে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এবং কোথাও যেন গরুর হাট নিয়ে বিতর্ক না হয় তা খেয়াল রাখতে হবে বলে জানিয়েছেন।
পশ্চিম বাংলার উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদাহ ও মুর্শিদাবাদ জেলা এবং হাওড়া হুগলি এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন স্থানে গরুর হাট বসেছে। কলকাতার উপকন্ঠে অর্থাৎ কসবা ও পার্ক সার্কাস এবং রাজাবাজার ও মেটিয়াবুরুজ এবং গার্ডেন ব্রিজ এলাকায় গরুর হাট বসেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব এবং ক্যানিং পূর্ব ও পশ্চিম তে গরুর হাট বসেছে। সেই সঙ্গে ডায়মন্ড হারবার ও ফলতা এবং মহেশ তলা থেকে শুরু করে মগরাহাট পূর্ব এবং পশ্চিম এর বহু যায়গায় গরুর হাট বসেছে।
এখানে মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ গরু ও ছাগল মেষ কিনতে আসছেন। মগরাহাট পশ্চিমের উস্তি থানা এলাকায় বৈদ্য পাড়া গরুর হাট বসেছে। এবং কালবেলা হাট ও দেউলাতে মেষ এর হাট বসেছে। মগরাহাট পূর্বে গরুহাটা এলাকায় বসেছে গরুর। এবং ঢোলার হাট,টেকিরহাট এবং বিবিরহাট ও গোড়দার হাটে দেদার কেনাবেচা হচ্ছে গরু ছাগল মেষ। যাতে যানবাহন চলাচল বন্ধ হয়ে না যায় এবং সাধারণ মানুষের চলাফেরা অসুবিধা না হয় তার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রী পলাশ চন্দ্র ঢালী আই পি এস ও সুন্দর বন জেলা পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও আই পি এস এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী রাহুল গোস্বামী আই পি এস ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী মিথুন কুমার দে এবং ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ সাহেব তার থানা এলাকায় খোঁজ খবর ও মনিটরিং করছে বলে জানা গেছে।সব মিলিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে গরু ছাগল মেষ কেনা বেচা চলছে পবিত্র ঈদুল জোহা উপলক্ষে।