admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৩ ১১:৫৭ অপরাহ্ণ
জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড় তেঁতুলিয়ায় দ্রুত গতিতে এগিয়ে চলছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ। কাজী শাহাবদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পূর্ব পার্শে যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের সচিব মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন। এর পর মঙ্গলবার ২৮ মার্চ বিকালে সরজমিনে গিয়ে দেখা মিললো দ্রুত গতিতে এগিয়ে চলেছে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ৷
পাঁচ কোটি টাকা ব্যয়ে জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প (২য় পর্যায়)”শীর্ষক প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ চলছে।
তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহামুদুর রহমান ডাবলু জানান, বর্তমান সরকারের সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। যেমন স্কুল,কলেজ,মসজিদ,মাদ্রাসা,রাস্তা ঘাট,কালর্ভাট,ব্রিজসহ অনেক উন্নয়ন মুলক কাজ এই উপজেলায় হচ্ছে৷আমাদের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল তেঁতুলিয়া একটি মিনি স্টেডিয়াম করবো ৷ সেই স্বপ্ন পূরণ করলেন আমাদের শেখ হাসিনা সরকার৷ শিশুরা যদি খেলা খুলায় ফিরে তবে মাদকের সাথে জড়িয়ে পড়বেনা৷ সেই সাথে অনেকাংশে অপরাধ কমে যাবে৷ উন্নয়ন মুলক কাজ করার জন্য বর্তমান সরকার কে ধন্যবাদ জানাই৷