জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার: পঞ্চগড় তেঁতুলায়ায় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্যতা ও গর্বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা- ২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) উপজেলার হল রুমের মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, দুর্নীতি দমন কমিশন, সম্বলিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এই আয়োজনে অংশ নেয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা৷
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ-সহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায়, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, হিরা কান্ত রায়, সাধারণ সম্পাদক বীরেন্দ নাথ বর্মন সহ প্রমূখ।