জুলহাস উদ্দীন || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
পঞ্চগড় তেঁতুলিয়ায় আনজু আরা (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূ আনজু আরার স্বামী তাইজুল ইসলামের সঙ্গে তাদের বিয়ের বয়স ১৪ বছর হলেও দাম্পত্য জীবনে কোনো সন্তান হয়নি। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগেই থাকত।
ঘটনার দিন দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পাশের বাসার গৃহবধূ মোছা. হাসিনা বেগম মোবাইল চাজার্র দিতে আসেন। এ সময় তিনি আনজু আরাকে ঘরের ভেতর ওড়না পেছিয়ে বাঁশের তিরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি দ্রæত ছুরি দিয়ে ওড়না কেটে নামালেও আনজু আরাকে মৃত অবস্থায় পাওয়া যায়।আনজু আরা ও তার স্বামী বর্তমানে ছোট বোনের বাড়িতে বসবাস করতেন। ছোট বোন ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত নজির হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু,তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।