জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুইদিন ব্যাপি বিজয় ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পর্যটনকেন্দ্র ডাকবাংলো পিকনিক কর্ণারে ইকো সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (ইএসডিও)’র তারুণ্যের আয়োজনে অনুষ্ঠিত হয় দুইদিন ব্যাপি এ উদ্যোক্তা মেলা।
সোমবার (১৬ ডিসেম্বর) মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু। এসময় তিনি মেলার স্টলসমূহ পরিদর্শন করে বিভিন্ন উদ্যোক্তাদের হাতে কৃষি উপকরণ হিসেবে মোটরপাম্প তুলে দেন। মেলার আয়োজক ইএসডিও জানায়, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় তারুণ্যের আয়োজন হিসেবে দুইদিন ব্যাপি বিজয় ও উদ্যোক্তা মেলা আয়োজন করা হয়। মেলায় দশটি স্টল দিয়েছেন উদ্যোক্তারা।
এসব স্টলে উদ্যোক্তারা ক্ষুদ্র মাঝারি, এগ্রো প্রোডাক্ট মেলায় ১০ টি স্টলের মাধ্যমে উদ্যোক্তা নিজেদের তৈরি খাবার ও বাহারি পন্য সামগ্রী বিক্রি এবং প্রদর্শন করছেন। দর্শনার্থীরা মেলায় এসে উদ্যোক্তাদের কাছ থেকে পণ্য কিনেছেন। অনেকে উদ্যোক্তা হওয়ার অনুপ্রাণিত হয়েছেন। এছাড়া মেলায় ৪জন কৃষককে অ্যাওয়ার্ড ও ৭জন কৃষককে নার্সারি মাদার স্টক করণের জন্য সাতটি মোটরপাম্প বিতরণ করা হয়েছে।
ইএসডিও’র আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক কল্যান মহন্ত জানান, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ইফাদের সহযোগিতায় আমরা ডাকবাংলো পিকনিক কর্ণারে দুইদিন ব্যাপি বিজয় ও উদ্যোক্তা মেলার আয়োজন করেছি। এ মেলাতে রয়েছে ১৩ জন উদ্যোক্তা। তাদের বিভিন্ন ধরণের প্রোডাক্ট সংবলিত বিভিন্ন ধরণের স্টল এবং তাদের রকমারি পণ্যের সমাহার। তারা বিভিন্ন অঞ্চল হতে মেলায় এসে তারা তাদের পণ্য প্রদর্শন করছেন। এ ধরণের মেলার মাধ্যমে তাদের পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে বলে আশা করছি।