আব্দুল্লাহ্ আল মামুন || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ
পঞ্চগড়ে সদর উপজেলার নয়নিবুরুজ রেলস্টেশন এলাকায় রেললাইনের পাশ থেকে কসিমউদ্দীন (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।১৯ আগস্ট সদর উপজেলার রেলস্টেশন এলাকা থেকে রাত সাড়ে ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করন।
মৃত কসিমউদ্দীন একই ইউনিয়নের পাছমাহিনা গ্রামের বাসিন্দা ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, কসিমউদ্দীন রাতে বোদা উপজেলার ঝলইশাল শিরি বাজার থেকে মোটরসাইকেল মেরামত করে বাড়ি ফিরছিলেন।
পথে নয়নিবুরুজ রেল ক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময় পঞ্চগড়গামী দৌলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।