সোহরাব আলী, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও গণসংযোগ আয়োজন বিষয়ে একটি কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (রবিবার) ৫ জানুয়ারি বিকালে উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করে নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে আলোচনা করেন এবং আচরণবিধি মেনে চলার ওপর জোর দেন। সে সময়ে সভায় উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান, পঞ্চগড় পুলিশ সুপার রবিউল ইসলাম,
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু, সহকারী কমিশনার ভুমি এসএম আকাশ, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান এর উপস্থাপনায় নির্বাচনী আচরণবিধির উপর প্রশ্ন রেখে আলোচনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংবাদিক সোহরাব আলী।, এন সি পি হাবিবুর রহমান, জাসদ এর মো জাহিদুল ইসলাম, মোঃ জুলহাস উদ্দিন, মোস্তাক আহমদ, মো, আল আমিন, প্রমূখ।,
এছাড়াও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।