admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ৯:২৪ অপরাহ্ণ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শালবাহান রোড মাঝিপাড়া উদয়ন ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।শুক্রবার ৫ডিসেম্বর বিকালে মাঝিপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ সময় ফাইনাল খেলা জেলা জজ কোট অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াছিনুল হক দুলালের সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন।
খেলা উদ্বোধনের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্যতা ও রোগ মুক্তির জন্য দোয়া করেন খেলোয়ার সহ স্থানীয় খেলা দেখতে আশা জনগণ।
এ বিষয়ে উপজেলা ছাত্র দলের আহবায়ক নুরুজ্জামান দুলাল ও নাঈম আশরাফ (রিপন)জানান,এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই।প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি।পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।
ফুটবল টুর্নামেন্টে গ্রাম বাংলা স্পোর্টিং ক্লাব ডাংগাপাড়া দল ২-০গোলে কাউরুগঞ্জ যুব সমাজ ভজনপুর স্পোর্টিং ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ি দলকে পুরুষ্কিত করে মেডেল পড়িয়ে দেওয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সাংগঠনিক সাম্পাদক আবু সায়েদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক কাবুল,তেঁতুলিয়া উপজেলা ছাত্রদল সদস্য সচিব আবু বকর সিদ্দিক সবুজ, মনোয়ার হোসেন হানিফসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।