মোসাদ্দেকুর রহমান,নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের নের্তৃত্বে হাজার হাজার দলীয় নেতা-কর্মীদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে নীলফামারী জেলার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।
মঙ্গলবার ৬ই মে সকালে উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালুর নের্তৃত্বে চিলাহাটি বাজার থেকে শত শত মোটরসাইকেলে বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা নীলফামারী জেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্য রওয়ানা দেন। এরপর তারা ডোমারে এসে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমনের নের্তৃত্বে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেলসহ হাজার হাজার দলীয় নেতা-কর্মীদের নিয়ে জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, গত ২৯ শে এপ্রিল মঙ্গলবার কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ-৯ কবির উদ্দিন প্রামাণিকের আদালতে আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এরপর তার আইনজীবী অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিশেষ জজ আদালত-৭ প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ওই আদালত ও তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা যায়, কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে গুলশান থানায় আলাদা দুটি পৃথক মামলা দায়ের করেন দূর্নীতি দমন কমিশন দুদক।
এরই মধ্যে কর ফাঁকির মামলায় ২০০৮ সালে আলাদা দুটি ধারায় তিন বছর ও পাঁচ বছরসহ মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। অপরটি অবৈধ সম্পদ অর্জনের মামলায় ২০০৮ সালে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।