রাসেল || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ৮:৩৯ অপরাহ্ণ
নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে উন্নত প্রযুক্তি নির্ভর পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নীলফামারীতে চাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশিক্ষণ মনিটরিং কর্মকর্তা ও যুগ্ম সচিব ড. মো. মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে জেলার পাট উন্নয়ন কর্মকর্তা এ.টি.এম. তৈবুর রহমান, অতিরিক্ত উপপরিচালক জাকির হোসেন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নুররেজা সুলতানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।