admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩১ মে, ২০২১ ১২:৫৫ অপরাহ্ণ
নাইজেরিয়ার একটি স্কুল থেকে ২০০ জন শিশুকে তুলে নিয়ে গেছে বন্দুকধারীরা। অস্ত্রের মুখে নাইজেরিয়ার একটি স্কুল থেকে ২০০ শিশুকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সংঘবদ্ধ বুন্দকধারীরা এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে দেশটিতে। এবারের ঘটনাটি ঘটেছে সালিহু টাঙ্কো ইসলামিক স্কুলে গতকাল রোববার (৩০ মে)। শিশুদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে কিছুই বলতে পারছে না নিরাপত্তা বাহিনী।
নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিউদুন বলেন, তেজিনা শহরের স্কুলটিকে মোটরসাইকেলে এসে পৌঁছায় বন্দুকধারীরা। তারা প্রথমে শিক্ষকদেরকে জিম্মি করে। এরপর এলোপাতাড়ি গুলি ছুঁড়লে মারা যান স্থানীয় একজন বাসিন্দা। শিক্ষকদের এক জায়গায় জড়ো করে রেখে শিশুদেরকে গাড়িতে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
কিছুদূর যাওয়ার পর ১১ শিশুকে ছেড়ে দেয় তারা। ওই শিশুদের বয়স খুবই কম হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয় থেকে ২০ শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। ৪০ দিনের মধ্যে তাদের কোনো খোঁজখবর ছিল না। নিরাপত্তা বাহিনীও অনেক চেষ্টা করে তাদের উদ্ধার করতে পারেনি। ৪১তম দিনে এসে ওই ২০ শিক্ষার্থীর মধ্যে ১৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।