admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জুলাই, ২০২০ ৭:০৮ পূর্বাহ্ণ
নরসিংদীতে ফেনসিডিল সহ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক। নরসিংদীর পলাশ উপজেলায় ফেনসিডিলসহ রানা ভূইয়া নামে এক ছাত্রলীগ নেতা ও অনিক ইব্রাহিম নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার ১ জুন সন্ধ্যায় পলাশ উপজেলার মাঝেরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত রানা ভূইয়া চরসিন্দুর কাউয়াদী গ্রামের আবুল হোসেনের ছেলে ও চরসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
অন্য আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী অনিক ইব্রাহিম শিবপুরের কারারচর গ্রামের শহীদুল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন, নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার (পিপিএম)।