এনামুল হক,জেলা প্রতিনিধি নওগাঁ || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ৭:২০ অপরাহ্ণ
নওগাঁর সাপাহারে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নওগাঁর সাপাহার উপজেলায় অসহায় ও শীতার্ত মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে মানবিক দায়িত্ববোধ থেকে সামাজিক সংগঠন আনন্দঘন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সমবার (১৫ ডিসেম্বর) সাপাহার উপজেলার বিভিন্ন গ্রাম ও এলাকার দরিদ্র, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল, শাল ও গরম কাপড় তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে সমাজের নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকেন। তাদের এই দুর্দশা লাঘবে সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এগিয়ে আসা একান্ত প্রয়োজন। আনন্দঘন সংগঠন যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
আনন্দঘন সংগঠনের সদস্য মোহাম্মদ ইজাবুল হক বলেন,
“মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আনন্দঘন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই শীতে একটি কম্বল বা গরম কাপড় তাদের জন্য অনেক বড় সহায়তা।এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়। শীতের কাঁপুনিতে যখন অসহায় মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে, তখন আনন্দঘন সংগঠনের এই প্রয়াস মানবতার জয়গান গেয়ে যায়।