মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ
নওগাঁর আত্রাই উপজেলায় কাঁচা খেজুরের রস পান করে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে অনিক মোল্লা (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধমহাদীঘি গ্রাম। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ।
পরিবার জানায়, দু’দিন আগে খালি পেটে কাঁচা খেজুরের রস পান করার পরই অসুস্থ হয়ে পড়ে অনিক। বিকেল থেকেই শুরু হয় প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা ও তীব্র পেটব্যথা। স্থানীয় চিকিৎসকের চিকিৎসায়ও অবস্থার উন্নতি হয়নি। বরং ঘণ্টায় ঘণ্টায় অবনতি হতে থাকে তার শরীরের।
বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে পরিবার দ্রুত তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যায়। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা শুরুর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে অনিক। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, উপসর্গ দেখে ধারণা করা হচ্ছে—কাঁচা খেজুর রস পান করার মাধ্যমেই সে নিপা ভাইরাসে সংক্রমিত হয়েছিল।
অনিকের মৃত্যুতে মহাদীঘি নামাপাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহপাঠী, প্রতিবেশী, স্বজন সবাই যেন বিশ্বাসই করতে পারছেন না, হাসিমুখের সেই কিশোর নেই আর এই পৃথিবীতে।