admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: ভারতের রাজধানী দিল্লির বিলাসবহুল এমস হাসপাতালে আজ ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে র ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কারো মৃত্যু হয়নি। ঘটনার স্থলে ছুটে আসে ১২,দমকল, বাহিনীর সদস্যরা। এই ঘটনা কি ভাবে ঘটছে তার জন্য তদন্ত শুরু হয়েছে। কারণ দিল্লির এই এমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে প্রায় শতাধিক মানুষ। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে রোগিরা নিরাপদে আছেন। ঘটনার স্থলে ছুটে আসেন দিল্লির বিশাল পুলিশ বাহিনী। ঘটনার স্থলে ছুটে আসেন দিল্লি র সরকারের কর্মকর্তারা। প্রতিটি রাজনৈতিক দলের নেতৃত্ব খবর নেন ঘটনার। তবে কি কারণে এমন একটি ঘটনা ঘটেছে তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছেনা ।
এই এমস হাসপাতাল টি তৈরি করা হয় ২০১৯,সালে। এই এমস হাসপাতালে ভর্তি হতে আসে ভারতের বিভিন্ন স্থানে র মানুষ ও ভারতের বাইরের লোকজন। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল বাহিনী র সদস্যরা।।