admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২০ ৬:৩২ অপরাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফকরুল হাসানের সংগে বিদায়ী সাক্ষাত উপজেলা শিল্পকলা একাডেমী উদ্যোগে অনুষ্ঠিত হয়। গত বুধবার ১ জুলাই নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, সেতাবগন্জ মহিলা কলেজের অধ্যক্ষ আফসার আলী, মাইনুল হাসান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী।
সেতাবগন্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শামীম আজাদ।কৃষকলীগ নেতা আব্দুল্লাহ-আল মামুন, মাহবুব আলম একাডেমির সদস্য বৃন্দ, সেতাবগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার ইয়াসমিন প্রমূখ।