admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুলাই, ২০২০ ৫:১২ পূর্বাহ্ণ
রেজানুল হক রেজু ,বোচাগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে ছন্দা পাল গত মঙ্গলবার ৭ জুলাই যোগদান করেন। বোচাগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী ছন্দা পাল কে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন, এ সময়ে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ফখরুল হাসান।
যোগদান শেষে সকাল ১১ ঘটিকায় বোচাগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে সমাজসেবা দপ্তর কর্তৃক আয়োজিত সামাজিক নিরাপত্তা কর্মস‚চির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনাওে যোগ দেন। সেমিনারে সভাপতিত্ব করেন, বোচাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল সহ ভাইস চেয়ারম্যান দ্বয় ও ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন সেমিনারে উপস্থিত ছিলেন। বোচাগঞ্জে এই প্রথম একজন নারী নির্বাহী কর্মকর্তা যোগদান করায় বোচাগঞ্জ বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।