admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ জুন, ২০২০ ৮:৫২ অপরাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু ,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ কোভিড-১৯ মহামারীর কারণে জরুরী খাদ্য সংকট মোকাবলায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ২ নং ইশানিয়া ইউনিয়নে ২৫ জুন বৃহস্পতিবার সকালে কোইকা-জিএনবি সিএইচডবি¬উ প্রকল্প, গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে বকুলতলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৪১ জন গরীব অসহায় প্রতিবন্ধী, বিধবা-বিপত্নীক ও বৃদ্ধ-বৃদ্ধাদের মাঝে সামাজিক দূরত্ব নিশ্চিত করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রত্যেকে ৮ কেজি চাল,২ কেজি ডাল,১ কেজি চিনি ও ১ কেজি লবণ সামগ্রী দেওয়া হয়।
এই ত্রাণ বিতরনী অনুষ্ঠানে প্রকল্পের পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক জনাব কর্নেলিউস দালবৎ ও কর্মকর্তাবৃন্দ, উৎপল রায় বুলু ২ নং ইশানিয়া ইউপি চেয়ারম্যান, মেম্বারগণ ও সাংবাদিক বৃন্দ। ত্রাণ বিতরণ প্রসঙ্গে প্রকল্প ব্যবস্থাপক বলেন-(কোইকা) কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র আর্থিক সহায়তায় প্রকল্পের পক্ষ থেকে ত্রাণ বিতরণের এটি তৃতীয় ধাপ এবং ইতিমধ্যে ইশানিয়া ইউনিয়ন সহ মোট ৯২৩ জন উপকারভোগীকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে,খাদ্য সংকট পরিস্থিতি মোকাবেলায় উপজেলার আরো ২টি ইউনিয়নে প্রকল্পের কর্মএলাকায় আরও ৪৭৭ জন উপকারভোগীর মধ্যে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরনের পরিকল্পনা আছে। উল্লেখ্য, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) এর যৌথ আর্থিক-সহযোগিতায় জিএনবির কোইকা-জিএনবি সিএইচডবি¬উ প্রকল্প ২০১৯ সাল থেকে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের জন্য দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগরও ২নং ইশানিয়া ইউনিয়নে কাজ করে যাচ্ছে।