admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জুলাই, ২০২০ ৬:৫৭ অপরাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু, বোচাগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জে নতুন করে আরো ২ জন করোনা রোগি শনাক্ত হয়েছে। ১০ জুলাই শুক্রবার সিভিল সার্জন অফিস, দিনাজপুর এর তথ্য অনুযায়ী বোচাগঞ্জ উপজেলায় ২ জন রোগী কোভিড-১৯ করোনা পজিটিভ হয়েছেন। এদের মাঝে একজনের বাড়ি মুন্সিপাড়া এলাকায়। তার বাড়ি আজ ১০ জুলাই রাত ৮.৩০ এ লকডাউন করা হয়েছে। অপর রোগী বর্তমানে নীলফামারী জেলার ডিমলায় আছেন।
তার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, ডিমলাকে অবগত করা হয়েছে। ০৯ জুলাই বৃহস্পতিবার ইশানিয়া ইউনিয়নের মাধবপুরে ১ জন কোভিড- ১৯ করোনা পজিটিভ রোগী পাওয়া যায়। তার বাড়ি ৯ জুলাই সন্ধ্যা ৬ টায় লক-ডাউন করা হয়েছে। তাদের সকলের স্বাস্থ্যগত এবং অন্যান্য বিষয়াদি উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ নিয়মিত তদারকি করছেন। নিরাপত্তা জনিত কারণে কারো পরিচয় প্রকাশ করা হলো না। সকলকে আতংকিত না হয়ে নিয়মিত মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ সকল স্বাস্থ্যবিধি পালন করার জন্য অনুরোধ করেছে উপজেলা প্রশাসন।