admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জুন, ২০২০ ৩:৫৫ অপরাহ্ণ
রেজানুল হক রেজু ,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ইউনিয়নের অধিবাসী মুক্তিযোদ্ধা (পাগলাঘুন্টি) গত শুক্রবার রাত ৯ টা ৩০ মিনিটে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ছেলে মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে না ফেরার দেশে পারি জমান। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং আদর্শ শিক্ষক ছিলেন। সৎ, সাহসী, পরোপকারী ও জনদরদী মানুষ হিসেবে সমাজে তার জনশ্রুতি ছিল। মানুষের বিপদে তিনি সহসাই ছুটে যেতেন। ২০ জুন শনিবার বেলা ১১ টায় দৌলতপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযার পূর্বে স্কুল মাঠে মরহুমের রাষ্ট্রীয় মযার্দা গার্ড অব অনার পদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব ফখরুল হাসান, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আইয়ুব আলী ও অত্র থানার পুলিশ সদস্যগণ এবং বোচাগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ জাফরুল্লাহ।
গার্ড অব অনার শেষে জানাযা অনুষ্ঠিত হয় এবং পীরের ডাঙ্গি কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন হয়।