জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। ১৯ মে সোমবার সকাল সাড়ে ৬ টায় উপজেলার সাতোর ইউনিয়নের দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বেঙপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
নিহত ব্যক্তিরা হলেন, ঠাকুরগাঁও রোড কলোনি এলাকার বাসিন্দা ও মাইক্রোবাস চালক মানিক হোসেন (৪২), ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া এলাকার দেলোয়ার হোসেন (৪৫), বালিয়াডাঙ্গী উপজেলার বোয়ালদাড় গ্রামের ইমরুল হাসান (৪৩) এবং রানিশংকৈল উপজেলার মালিভিটা গ্রামের জুলফিকার আলী (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিদের মধ্যে ৩ জন ঠাকুরগাঁও জেলার বিভিন্ন হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা। তাঁরা রংপুরে একটি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে মাইক্রোবাস যোগে রওনা হন। পথে বেঙপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালকসহ ২ জন মারা যান। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে করৃতব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল গফুর বলেন, মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি দশমাইল হাইওয়ে পুলিশ তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।