তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
দিনাজপুর জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মাহমুদুল হাসান ও প্রধান সহকারী অরবিন্দু রায়ের বদলিজনিত বিদায় উপলক্ষে সোমবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বিদায়ী কর্মকর্তাদের কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরে তাঁদের প্রশংসা করেন। একসাথে কাজ করার স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।
পরে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বিদায়ী কর্মকর্তাদের স্মৃতিস্মারক উপহার প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সিফাত-ই-রাব্বানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।