তহমিনা বেগম বিউটি, দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬ ১১:১৬ অপরাহ্ণ
দিনাজপুরের মুরাদপুর দানাহারা মসজিদের উদ্যাগে ৬ জানুয়ারি ২০২৬ রাতে ৫ম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন।
মাশিমপুর হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম (ওস্তাদ) এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তাফসীর করেন বগুড়া নাটাই পাড়া বাইতুল আকসা জামে মসজিদের খতিব ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছীরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত হাফেজ মাওলানা ক্বিরী সালেহ আহমেদ এনাম। দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন ৩ নং উপশহর কুয়েতি জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী আবু রায়হান রহমানী, তৃতীয় বক্তার বক্তব্য রাখেন মুরাদপুর সরকারপাড়া জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী সাদিকুল ইসলাম আফাজী।
অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলটি পরিচালনায় ছিলেন মুরাদপুর পাঁচপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ছালেহুর রহমান।