আব্দুল আজিম, দিনাজপুর থেকে: দিনাজপুর জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা এবং মাসিক কল্যাণ সভা ২৬ মে সোমবার পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
চলতি বছরের এপ্রিল মাসের সার্বিক কর্ম মূল্যায়নে জেলার ১৩ টি থানার মধ্যে দিনাজপুর সদর কোতয়ালী থানা প্রথম স্থান অর্জন করে। সেই সাথে অত্র কোতয়ালী থানার এস আই সেলিম হোসেন শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার, এসআই হৃদয় সরকার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার এবং এসআই মমিনুল ইসলাম শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে স্বীকৃত হয়ে পুরষ্কৃত হন। উক্ত সভায় শ্রেষ্ঠ থানা এবং বেস্ট অফিসারদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ মতিউর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, এই স্বীকৃতি ও পুরস্কার প্রাপ্তির পিছনে কোতয়ালী থানার সকল অফিসার ফোর্স এবং পুলহাট ফাঁড়ি, মুন্সিপাড়া ফাঁড়ি, বালুবাড়ী ফাঁড়ি ও সদর ফাঁড়ির সকল অফিসার ও ফোর্স দের অবদান আছে।
এভাবে সকলের সহযোগিতার মাধ্যমে দিনাজপুর জেলার আইন-শৃঙ্খলা উন্নতি করে জনগণের সেবার মান বাড়াতে চাই এবং দিনাজপুরের জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে চাই।