জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি:“আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ-নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরেও আন্তর্জাতিক নার্স দিবস-২০২৫ ও ফ্লোরেন্স নাইটিংগেল’র ২০৫তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সরকারী ও বেসরকারী নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতাল বিভিন্ন কর্মসূচী পালন করে। এসব কর্মসূচীর মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, জন্মদিনের কেক কাটা, দোয়া অনুষ্ঠান ইত্যাদি।
সোমবার (১২ মে-২০২৫) সকাল ৯টায় আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল দিনাজপুর লিমিটেডের উদ্যোগে হাসপাতালের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে হাসপাতাল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালের সামনে এসে শেষ হয়।
র্যালি শেষে হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল ইনচার্জ মাজহারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক অধ্যাপক আসম ইব্রাহীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আফসার আল মাহমুদ, সাবেক পরিচালক ডাঃ মোঃ সাহাব উদ্দীন।
হাসপাতালের মার্কেটিং ইনচার্জ হাদিউজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
হাসপাতালের হিসাব ইনচার্জ আবুল কাশেম, প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান হক প্রমূখ। আলোচনা সভায় বক্তারা মহিয়সী নারী ফ্লোরেন্স নাইটিংগেল’র জীবনী থেকে শিক্ষা নিয়ে দরিদ্র-অসহায় মানুষের সেবায় নার্সদের এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি মানুষের সেবার মানসিকতা ও আন্তরিকতা নিয়ে চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালন করার আহবান জানান বক্তারা।
র্যালি আলোচনা সভায় হাসপাতালে অন্যান্য কর্মকর্তা, নার্সসহ অন্যান্য স্টাফগণ অংশগ্রহণ করেন। সব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১৮২০ সালের ১২ মে ইতালীর ফ্লোরেন্স নামক শহরে ফ্লোরেন্স নাইটিংগেল জন্মগ্রহন করেন ও ১৯১০ সালের ১ আগষ্ট ৯০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছর বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিভিন্ন হাসপাতালে এ দিবসটি পালন করা হয়।