admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জুলাই, ২০২০ ৭:২৯ অপরাহ্ণ
মোঃ রেজানুল হক রেজু, বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সহ একযোগে আরো তিন কর্মকর্তার একযোগে বদলী হলেন। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভেটেরেনারী সার্জন (ভিএস) ডাঃ দিদারুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার ৩০ জুন উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসারর্স ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এ্যাডভোকেট মোঃ জুলফিকার হোসেন। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ফকরুল হাসান দ ুএক দিনের মধ্যে নুতন কর্মস্থলে চলে যাবেন। উপজেলা পরিষদের সকল সরকারী কর্মকর্তা উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাবৃন্দের হাতে ক্রেষ্ট তুলে দেন।ইতিমধ্যে সাবেক পঃপঃ কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদৌস পাবনা জেনারেল হাসপাতালে আবাসিক ম্যাডিকেল অফিসার হিসাবে বৃহস্পতিবার যোগদান করেছেন।