মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৬ ডিসেম্বর বেলা ১২ টা ৩৯ মিনিটে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে পার্বতীপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে মুক্তিযুদ্ধের সংবর্ধনার আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে যারা সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন, তারা হলেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান । এছাড়াও উপস্থিত বক্তব্য রাখেন, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক।
আরও উপস্থিত ছিলেন, পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুুুলফিকার আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মাহফুজ আলম, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ। এছাড়াও স্হানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি