admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
মোঃ জুলহাস উদ্দীন,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সোহাগ চন্দ্র সাহা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা, পিপিএম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব কাজী মাহমুদুর রহমান, ভাইস চেয়ারম্যান জনাব ইউসুফ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া। উদ্বোধনী খেলায় বাংলাবান্ধা ফুটবল একাডেমী ২-০ গোলে বোদা ফুটবল একাডেমীকে পরাজিত করে।