সোহরাব আলী || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
পঞ্চগড় তেঁতুলিয়ায় উপজেলার নর্দান ইলেকট্রিক সাপ্লাইএর বৈদ্যুতিক ট্রান্সফার চুরির ঘটনা ঘটেছে। গতরাতে উপজেলার ৪ নং শালবাহান ইউপির সালমান রোড মাঝিপাড়া এলাকা থেকে রাতের অন্ধকারে ট্রান্সফরমারটি চুরি হয়ে যায়।
এলাকাবাসী জানায় রাতের অন্ধকারে কে বা কার বৈদ্যুতিক ট্রান্সফরমার টি খুঁটির উপর থেকে চুরি করে নিয়ে যায়। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পানির পাম্প মসজিদের ব্যাটারি চোররা চুরি করে নিয়ে গেলেও দীর্ঘ কয়েক বছর পর বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
একটি সূত্র থেকে জানা যায় বিদ্যুতের সাথে জড়িত কর্মচারীদের ছত্রছায়ায় ট্রান্সফারমারটি চুরি হতে পারে। ৪ নং ইউপি চেয়ারম্যান ট্রান্সফর্মার চুরির সত্যতা নিশ্চিত করেছেন ।