রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৬ ৯:২১ পূর্বাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১ জন প্রার্থীর মধ্যে ৯টি বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং অপর ১টি মনোনয়ন যাচাই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী হারুনুর রশিদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. কামরুলের মনোনয়নপত্রের যাচাই-বাছাই স্থগিত রাখা হয়েছে।
এদিকে, যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষিত বাকি ৯ জন প্রার্থী হলেন—বিএনপির দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসেন, জাতীয় পার্টির মো. বাহাদুর ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর ইসরাফিল হোসেন সাভারী, গণঅধিকার পরিষদের শেখ শওকত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফারুক খান, খেলাফত মজলিসের এ কে এম এনামুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিবি)-এর চৌধুরী হাসান সাহরাওয়ার্দী এবং জাতীয় নাগরিক পার্টির দিলশানা পারুল।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে নির্ধারিত সময়ের মধ্যে। যাচাই-বাছাই শেষে ঢাকা-১৯ আসনে নির্বাচনী মাঠে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।