বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। লাল গালিচা সংবর্ধনা দেওয়ার পাশাপাশি বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যসহ আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্মৃতিসৌধে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর পুস্পস্তবক অর্পণ করবেন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। এ সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও ঘুরে দেখার কথা রয়েছে তার।
বিকেলে হোটেল শেরাটনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন ভারতের প্রধানমন্ত্রী। এরপর জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগদান করবেন।