রফিকুল ইসলাম জিলু || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫ ৯:১০ পূর্বাহ্ণ
ঢাকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। শুক্রবার (১০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান।
এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গৌরীপুর এলাকার পলমল গার্মেন্টসের পাশে সদরপুর রোডের ন্যাচারাল নার্সারীর সামনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মির্জা রুবেল ওরফে রুবেল ওরফে সুমন (৪৫), টাঙ্গাইল সদর উপজেলার খানপাড়া এলাকার মির্জা বিষু ওরফে আব্দুর রহমান ওরফে বিশা খানের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার গৌরীপুর এলাকার পলমল গার্মেন্টস এলাকায় একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।
পুলিশ আরও জানায়, পুলিশ সাহসিকতার সঙ্গে ধাওয়া দিয়ে একজনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় অজ্ঞাতনামা ০৮/১০ জন আসামী পালিয়ে যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতি মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। সে সাথে পালিয়ে যাওয়া অন্যান্য সহযোগী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।