admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২০ ৬:৫৪ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সাজাপ্রাপ্ত কয়েদি কে করতে গিয়ে একরামুল (৩৫) নামে এক মাদকাসক্ত আটক হয়েছে বলে জানা যায়। সোমবার ২০ শে জানুয়ারি দুপুরে কারাগারে কয়েদিকে গাঁজা-সরবারাহ করতে গেলে পুলিশের হাতে আটক হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত হয়ে আটক মাদকাসক্ত যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান কর। সাজাপ্রাপ্ত যুবকের পীরগঞ্জ উপজেলার মৃত শহিরুউদ্দিনের ছেলে।
ভাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানায় দুপুরে জেলা কারাগারে গাঁজা সরবারাহ করতে গেলে পুলিশের হাতে আটক হয় ওই যুবক। পরে উপস্থিত আদালত বসিয়ে যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন পেশকার বজলুর রহমান-সহ সদর থানার পুলিশ সদস্যরা।